তার কারণেই ছাত্ররাজনীতি থেকে আমরা তিন জন এখন সংসদে : পলক

৩ সেপ্টেম্বর, ২০২৩ ২২:৫৮  

চতুর্থ অধিবেশনে স্পিকার শিরীন শারমিনের সভাপতিত্বে শোক প্রাস্তাবের আলোচনায় চলমান সংসদে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মতিউর রহমান, অধ্যাপিকা পান্না কায়সারসহ সর্বশেষ মৃত্যুবরণ করা প্রতিবেশী সংসদীয় আসন নাটোর-৪ সংসদীয় আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুসের রুহের মাগফেরাত কামনা করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

অধ্যাপক আব্দুল কুদ্দুস সম্পর্কে তিনি বলেন, সাতবার মনোনয়ন পেয়ে পাঁচবার নির্বাচিত হয়েছিলেন। আদতে ১৯৮৬ সালেও উনি বেসরকারিভাবে নির্বাচিত হলেও একদিন পরে তাকে পরাজিত ঘোষণা করা হয়। তিনি ছিলেন আপাদ মস্তক বঙ্গবন্ধুর সৈনিক। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী হিসেবে সফল ছিলেন।

তার ছত্রছায়াতেই তিনি সহ নাটোরের তরুণ ৩ সংসদে আসতে পেরেছেন বলেও উল্লেখ করেন প্রতমিন্ত্রী। পলক বলেন, আমরা যারা নতুন প্রজন্মের সদস্য; বিশেষ করে নাটোরে এখন আমরা যে তিন জন তরুণ সংসদ সদস্য আছি, শহীদুল ইসলাম বকুল, শফিকুল ইসলাম শিমুল এবং আমি; আমরা তিনজনই অধ্যাপক আব্দুল কুদ্দুস ভাইয়ের নেতৃত্বে, তার স্নেহ মমতায় ছাত্র রাজনীতি থেকে মহান সংসদে আসার সুযোগ পেয়েছি।

তিনি আরো বলেন, আজ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমি এই সংসদে স্মৃতিচারণ করতে চাই আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের চলনবিলের অবিসংবাদিত নেতা, নাটোর জেলা আওয়ামী লীগের বার বার নির্বাচিত সংসদ সদস্য, সাবেক সফল প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপিকে। এবং শ্রদ্ধাভরে স্মরণ করছি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদ সদস্যদের।

রবিবার ১২/১ বিধি অনুযায়ী একাদশ জাতীয় সংসদের ২৪ তম অধিবেশনে সভাপতিমণ্ডলী মনোনয়ন করা হয়। এরপর পর নাটোর-৪ সংসদীয় আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এবং নেত্রকোনা ৪ আসনে সংসদ সদস্য রেবেকা মমিনেরর মৃত্যুতে শোক প্রস্তাব পেশ করেন স্পিকার শিরীন শারমিন। তিনি জানান, নবম জাতীয় সংসদে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন মরহুম আব্দুল কুদ্দুস।

শোক প্রস্তাবের পর প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর, জরুরী জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১) এবং এর আওতায় প্রাপ্ত নোটিশসমূহের নিষ্পত্তি।